content
stringlengths
0
129k
মা দুর্গা ফিরে গিয়েছেন আপন গৃহে
রয়ে গিয়েছেন তাঁর কন্যা
দেবী দুর্গার পর পূজা লক্ষ্মী দেবীর
জানেন কি, এই দেবীকে নিয়ে একটি গান লিখেছিলেন খোদ রবীন্দ্রনাথ ঠাকুর? কী সেই গান? সে-গানের খবর দিলেন রণিতা চট্টোপাধ্যায়
জোড়াসাঁকো ঠাকুরবাড়ি যে ধর্মপরিচয়ে ব্রাহ্ম, সে কথা আমরা সকলেই জানি
বস্তুত, মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুরের হাত ধরেই কলকাতায় ব্রাহ্ম ধর্ম প্রাথমিকভাবে বিস্তার লাভ করেছিল
রাজা রামমোহন রায়ের আরব্ধ কাজ তিনি নিজের কাঁধে তুলে নিয়েছিলেন
জোড়াসাঁকো ঠাকুরবাড়ির উজ্জ্বল সন্তান, দেবেন্দ্রনাথ ঠাকুরের চোদ্দটি সন্তানের মধ্যে কনিষ্ঠতম রবীন্দ্রনাথও স্বভাবতই বাড়ির ব্রাহ্ম ভাবধারায় বড় হয়ে উঠেছিলেন
জোড়াসাঁকোর ঠাকুরবাড়িতে দুর্গাপূজাও বন্ধ হয়ে গিয়েছিল দেবেন্দ্রনাথের আমলে
ব্রাহ্মরা মূর্তিপূজায় বিশ্বাসী নন, তাঁরা নিরাকার ব্রহ্মের উপাসক
পরবর্তীকালে শান্তিনিকেতনের ব্রহ্মবিদ্যালয়েও উপাসনাগৃহ স্থাপন করেছিলেন রবীন্দ্রনাথ
সেই বিদ্যালয়েও কোনোরকম মূর্তিপূজার প্রচলন করা হয়নি
যদিও এ কথা বলা বাহুল্য, রবীন্দ্রনাথের মধ্যে ধর্ম নিয়ে গোঁড়ামি স্থান পায়নি কোনও কালেই
মানবধর্মকেই তিনি সব ধর্মের উপরে স্থান দিয়েছিলেন
সে কারণে হিন্দু ধর্মের প্রচলিত পূজার্চনা নিয়েও তিনি বিশেষ ভাবিত ছিলেন না
আরও শুনুন: কোজাগরী লক্ষ্মীপুজোয় ভুলেও এই কাজগুলো করবেন না, দুর্ভাগ্য পিছু ছাড়বে না
এহেন রবীন্দ্রনাথ কি হিন্দু দেবদেবীকে কেন্দ্র করে কোনও গান লিখেছিলেন কখনও? এ প্রশ্নের উত্তর খুঁজতে গেলে দেখা যায়, 'মধুর মধুর ধ্বনি বাজে' গানটির অবলম্বন দেবী সরস্বতী
অবশ্য সেই দেবী নিছক প্রতিমা নন
তিনি সৃষ্টির দেবী, সৌন্দর্যের দেবী, তিনি শ্রী-স্বরূপা
কিন্তু আরও সন্ধান চালালে দেখা যায়, অন্য বোনকেও বঞ্চিত করেননি কবিগুরু
তাঁর একটি গানের কেন্দ্রবিন্দুতে রয়েছেন লক্ষ্মী দেবী
আরও আশ্চর্যের কথা, এ গানে আপাত ভাবে ছড়িয়ে রয়েছে কোজাগরী পূর্ণিমারই আলো
আরও শুনুন: কেবল ধনসম্পদের দেবী নন, বাংলায় শস্যের দেবী রূপেও এককালে পূজা পেতেন লক্ষ্মী
কী সেই গান?
রবীন্দ্রনাথ লিখছেন-
গভীর রাতে ভক্তিভরে কে জাগে আজ, কে জাগে
সপ্ত ভুবন আলো করে লক্ষ্মী আসেন, কে জাগে
ষোলো কলায় পূর্ণ শশী, নিশার আঁধার গেছে খসি-
একলা ঘরের দুয়ার-'পরে কে জাগে আজ, কে জাগে
কোজাগরী কথাটির উৎপত্তিই 'কো জাগতী' থেকে, অর্থাৎ কে জাগে
স্পষ্টতই গানে সেই আভাস রেখে গেলেন কবি
আর গানের শেষ চরণ দুটিতে যেন প্রকাশিত হয়েছে লক্ষ্মীর চঞ্চলা রূপটিই
নিমেষের অসতর্কতায় যিনি হারিয়ে যান, আর ধরা দেন না
কবি লিখেছেন-
আজ যদি রোস্‌ ঘুমে মগন চলে যাবে শুভলগন,
লক্ষ্মী এসে যাবেন স'রে- কে জাগে আজ কে জাগে
'বসুধা' মাসিক পত্রিকায় কার্তিক ১৩১২ বঙ্গাব্দে প্রকাশিত হয়েছিল রবীন্দ্রনাথের এই গান
কোনও অজ্ঞাত কারণে গানটিতে পরে আর সুরারোপ করেননি তিনি
তাই এই গানটির কোনও স্বরলিপিও পাওয়া যায় না
ফলে গানটি ক্রমশ বিস্মৃতির আড়ালেই চলে গিয়েছে
পাশাপাশি বিস্মৃতির আড়ালে যেতে বসেছে এ কথাও, যে, দেবী লক্ষ্মীকে কেন্দ্র করে গান লিখেছিলেন স্বয়ং রবীন্দ্রনাথ ঠাকুর
শার্লক হোমসের সঙ্গেই ভারতে হাজির প্রথম পুলিশ গোয়েন্দাও, নয়া ভূমিকায় কলকাতা পুলিশ
কীভাবে কলকাতা পুলিশে গোয়েন্দা বিভাগ শুরু হয়েছিল? শুনে নিন সে কাহিনি
সংবাদ প্রতিদিন শোনো
: নাম-সংকীর্তনে কী ফল মেলে?
শুনে নিন প্লে-বাটন ক্লিক করে
সংবাদ প্রতিদিন শোনো
: কাছের মানুষের সঙ্গে বিবাদ হতে পারে কাদের? জেনে নিন রাশিফল
শুনে নিন প্লে-বাটন ক্লিক করে
সংবাদ প্রতিদিন শোনো
মিস করবেন না!
অবনীন্দ্রনাথ আঁকলেন 'বঙ্গমাতা', স্বদেশিরা আপন করে নিলেন 'ভারতমাতা' রূপে
বঙ্গভঙ্গের সময়ে আঁকা 'ভারতমাতা' ছবির গল্প শুনে নিন প্লে-বাটন ক্লিক করে
সংবাদ প্রতিদিন শোনো
: ঘরে-বাইরে শত্রু বৃদ্ধি পাবে কাদের? জেনে নিন রাশিফল
কেমন যাবে আপনার দিন? শুনে নিন রাশিফল
সংবাদ প্রতিদিন শোনো
: জিলিপি নাকি ভিনদেশি? অমৃতির বাড়িই বা কোথায়!
জিলিপি বাঙালি খাবার কি না, প্রশ্ন তা নিয়েই
আর জিলিপির বড় ভাই অমৃতি? সে বাঙালি না অবাঙালি ভেবেছেন কখনও?
02 2021 - 24. | 24 - 24.
এই ওয়েবসাইটে কোন হারবাল মুভি আপলোড করা হয় না,
স্টার জলসা,জি বাংলা, কালারস বাংলা ,সান বাংলা , এন্টার 10 বাংলার নাটক পেতে আমাদের সাথে যোগাযোগ করুন ! মাসিক চার্জ মাত্র 100 টাকা (বিকাশ,নগদ নাম্বারঃ) 01611328031
বিষয়টি নিশ্চিত করে কেরানীগঞ্জের ঢাকা কেন্দ্রীয় কারাগারের একজন জ্যেষ্ঠ কর্মকর্তা গণমাধ্যমকে বলেন, যাবজ্জীবন সাজার আসামির ২০ বছর কারাভোগ শেষ হলে কারা কর্তৃপক্ষ তা স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে জানায়
সেই সঙ্গে তার পাওনা ছুটির তথ্যও দেওয়া হয়
এর মধ্যে জোসেফের পরিবারের পক্ষ থেকে তার অসুস্থতার কথা বলে রাষ্ট্রপতির অনুকম্পা চাওয়া হয়েছিল
রাষ্ট্রপতি তাতে অনুমোদন দেওয়ায় জোসেফকে মুক্তি দেওয়া হয়েছে
ঢাকা কেন্দ্রীয় কারাগারের জ্যেষ্ঠ জেল সুপার মো. জাহাঙ্গীর কবির চ্যানেল আই অনলাইনকে বলেন, রোববার আদেশ পাওয়ার পর ওইদিনই আমরা উনাকে ছেড়ে দিয়েছি
১৯৯৬ সালের ৭ মে মোহাম্মদপুরে ব্যবসায়ী মোস্তাফিজুর রহমানকে গুলি করে হত্যার দায়ে শীর্ষ সন্ত্রাসী তোফায়েল আহমেদ জোসেফকে ১৯৯৯ সালে মৃত্যুদণ্ড দেন বিচারিক আদালত
এ রায়ের বিরুদ্ধে জোসেফ আপিল করলেও মৃত্যুদণ্ড বহাল রাখেন হাইকোর্ট
পরে আপিল বিভাগ এ সাজা কমিয়ে যাবজ্জীবন কারাদণ্ড দেন
জোসেফ ২০ বছর আগে যখন গ্রেপ্তার হয়েছিলেন, তার নামে তখন ঢাকার বিভিন্ন থানায় চাঁদাবাজি, খুন, অবৈধ অস্ত্র বহনের অভিযোগে অন্তত ১১টি মামলা ছিল
এর মধ্যে মোস্তাফিজুর রহমান হত্যা মামলা ছাড়া বাকিগুলোর নিষ্পত্তি হয়েছিল আগেই
বুধবার রাষ্ট্রপতির কাছে ক্ষমা প্রার্থনার পরিপ্রেক্ষিতে যাবজ্জীবন কারাদণ্ড নিয়ে কারাবন্দি শীর্ষ সন্ত্রাসী তোফায়েল আহমেদ জোসেফকে শারীরিক অসুস্থতার জন্য বিদেশ যাওয়ার অনুমতি দেয়া হয়
রাজধানীর মোহাম্মদপুর এলাকার ছাত্রলীগ নেতা ছিলেন এই তোফায়েল আহমেদ জোসেফ
অভিজাত পরিবারের সন্তান জোসেফের বড় ভাই মেজর জেনারেল আজিজ আহমদ বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সাবেক মহাপরিচালক
তাদের বাবা বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা ওয়াদুদ আহমেদ
পাঁচ ভাইয়ের মধ্যে সবার ছোট জোসেফ বড় ভাই হারিস আহমেদের হাত ধরে রাজনীতির মাঠে পদার্পণ করেন
নব্বইয়ের দশকে সন্ত্রাসীদের গুলিতে নিহত হন তাদের আরেক ভাই সাঈদ আহমেদ টিপু
নব্বইয়ের দশকে জাতীয় পার্টি ছেড়ে হারিস যোগ দিয়েছিলেন যুবলীগে
তৎকালীন ৪৪ নম্বর ওয়ার্ডের কাউন্সিলরও হয়েছিলেন তিনি
জোসেফ তার বড় ভাইয়ের ক্যাডার বাহিনীর প্রধানের দায়িত্বপালন করেন
এরপর থেকে মোহাম্মদপুর-হাজারীবাগসহ আশপাশের এলাকায় ত্রাসের রাজত্ব কায়েম করেন জোসেফ
যোগ দেন সুব্রত বাইনের নেতৃত্বে গড়ে ওঠা আলোচিত সেভেন স্টার গ্রুপে
পুরো রাজধানী তখন সেভেন স্টার গ্রুপ ও ফাইভ স্টার গ্রুপ নামে দুটি বাহিনী নিয়ন্ত্রণ করত
এভাবেই শীর্ষ সন্ত্রাসীদের তালিকায় নাম উঠে আসে জোসেফের
2019 28 { -: #311; -: 16; } ._{ -: #; } .-{ -:#3377; } .- { :#597490; :10; :#; } .-{ -:1 #597490; :#; :10 10 10 0; -:10; :#; } .--02{ :10; -:#597490; -:; -:10; -:; } .--02 { :#; } .--03{ -:3 #0000; -:10; -:10; :0 0 10 0; } .--03 { :8; :#; -:16; -:; } .--03 { :; } .-01{ :10 0 5 0; } .-01 { :#4334; -:400; -:15; -:20; } .-01 :{ :; } .-02{ :10 0 5 0; } .-02 { : #010101; -:400; -:20; -:24; } .-02 :{ :#597490; } .-03{ -:3; } .-03 { :; -:; -:; } .-03 :{ :#0000; } .{ :30; -:#131718; :#; -:; } ._{ :20; -:#00256; :#; } /* =========*/ ._{ :5 0 5 0;} ._ {:2 0 5 0;} ._ {: #000000;} ._ :{: #0505;} ._ 3{ -: 16; : #000000; -: ; -: 5 5 0 0; -: 2 #6281; -: 5 #6281; -: 5; : 7 10;} #----1 { -: #; -: 16; } # .- .- > > {: #000; : 7 20 7 20;} .- .- > . > , .- .- > . > :, .- .- > . > : { : # !; : 0; -: #124;} } /* ============================ */ # { : ; /* */ : ; /* / */ : 20; /* */ : 30; /* 30 */ -: 99; /* */ : ; /* */ : ; /* */ -: #70101; /* */ : #; /* */ : ; /* */ : 15; /* */ -: 10; /* */ } #: { -: #70101; /* - */ : 0.5; }
আজকের পত্রিকা
প্রথম পাতা
ভিতরের পাতা
শেষের পাতা
হবিগঞ্জ সদর
আজমিরীগঞ্জ
শায়েস্তাগঞ্জ
YAML Metadata Warning: empty or missing yaml metadata in repo card (https://huggingface.co/docs/hub/datasets-cards)

Citation

If you use any resources included in this repository for your work, please kindly cite the following paper:

M. S. Salim, H. Murad, D. Das and F. Ahmed,
"BanglaGPT: A Generative Pretrained Transformer-Based Model for Bangla Language,"
2023 International Conference on Information and Communication Technology for Sustainable Development (ICICT4SD), Dhaka, Bangladesh, 2023, pp. 56-59, doi: 10.1109/ICICT4SD59951.2023.10303383. 
keywords: {Transformers;Tokenization;Encoding;Information and communication technology;Task analysis;Sustainable development;Bangla NLP;BanglaGPT;Bangla Text Generation Model},
Downloads last month
8