source
stringlengths
1
242k
target
stringlengths
1
240k
He turned to look Langdon in the eye.
সে ঘুরে ল্যাংডনের চোখের দিকে তাকায়।
better o . Guaranteeing that every individual will be free to do as he wishes
সব মানুষের মধ্যে সমতা আনতে হলে কারও না কারও স্বাধীনতায় হস্তক্ষেপ করতেই হবে।
"What do you say I tell you over dinner."
যাই জিজ্ঞেস কর না কেন, সব প্রশ্নের জবাব দিব ডিনারের পর।
When I was just about to say good-night to the assembly and to leave, a man came after me quickly and introduced himself.
ঠিক যখন আমি সভাকে শুভরাত জানিয়ে বিদায় নিতে উদ্যত, একজন লোক সত্বর আমার কাছে এসে নিজের পরিচয় দেয়।
Let me pass."
যেতে দিন!
Now the camerlegno turned and addressed the remaining guards.
এবার ক্যামারলেনগো ঘুরে দাঁড়াল আবার, তাকাল অন্য সৈনিকদের দিকে, জোয়ানগণ, আমি আর কোন প্রাণঘাতি ঘটনা দেখতে চাই না এই সন্ধ্যায়।
"Where is their taxi now?
তাদের ট্যাক্সি এখন কোথায়?
evidence for religion, commerce and social stratification. Most researchers believe that these unprecedented accomplishments were the product of a revolution in Sapiens' cognitive abilities.
বেশিরভাগ গবেষকই মনে করেন যে, এতসব গুরুত্বপূর্ণ আবিষ্কারের পেছনে নিশ্চয়ই সেপিয়েন্সদের বুদ্ধিবৃত্তিক দক্ষতার কোনো পরিবর্তন দায়ী।
For decades, palaeontologists and zooarchaeologists - people who search for and study animal remains - have been combing the plains and mountains of the Americas in search of the fossilised bones of ancient camels and the petri ed faeces of giant ground sloths.
দশকের পর দশক ধরে এসব প্রাণীর জীবাশ্ম আর দেহাবশেষের খোঁজে দুই আমেরিকার পাহাড় ও সমতলে চষে বেড়াচ্ছেন বিশেষজ্ঞরা। যখনই তাঁরা কোনো কিছু খুঁজে পাচ্ছেন পরম যত্নে সেগুলো পাঠিয়ে দিচ্ছেন গবেষণাগারে।
It represents a kind of school for adults.
এটা প্রাপ্ত বয়স্কদের জন্য এক রকমের স্কুলও বলা চলে।
"No doubt it is an American shotgun," White Mason continued.
বলে চললেন হোয়াইট ম্যাসোন, বন্দুকটা আমেরিকান শট গানই বটে।
During the last months of her illness I went to Vienna to take the entrance examination for the Academy of Fine Arts.
মা'র অসুখের শেষের দিকে একবার ভিয়েনায় গিয়েছিলাম আকাদমি অফ্ ফাইন আর্টসে প্রবেশিকা পরীক্ষা দেওয়ার জন্য।
Members of a coalition spend more time together, share food, and help one another in times of trouble.
একই দলের লোকজন নিজেদের সাথে বেশি সময় কাটায়, নিজেদের খাবার ভাগাভাগি করে খায় এবং বিপদে একে অন্যকে সাহায্য সহযোগিতা করে।
quadrupled to 6 billion.
আর ২০০০ সালে এসে সেটা প্রায় চারগুণ হয়ে হলো ৬০০ কোটি।
The hook fastening the bookcase had gotten stuck, which is why no one had been able to warn us about the carpenter.
তার ফলে ছুতোরমিস্ত্রি আসার ব্যাপারটা আগে থেকে আমাদের কেউ জানিয়ে দিতে পারেনি।
"Just behind the Santa Ana Gate." "Impressive.
উল্লাসের একটা ঝলক খেলে গেল ল্যাঙডনের চোখেমুখে, সান্তা এনার গেটের ঠিক পিছনে।
He had no way even to contact them and tell them the terrible turn of events.
সে তাদেরকে ফোন করে এই অবস্থাটার কথাও জানাতে পারছে না।
A sixth and final brand, the Hassassin had said.
ষষ্ঠ এবং চূড়ান্ত ব্র্যান্ড...
Peter continued down the stairs.
পিটার এখনও নীচে নামছে।
This discrepancy between evolutionary success and individual su ering is perhaps the most important lesson we can draw from the Agricultural Revolution.
বিবর্তনীয় সাফল্য আর ব্যাক্তিগত যন্ত্রণার মধ্যের এই দ্বন্দ্বটাই কৃষি বিপ্লব থেকে আমাদের পাওয়া সবচেয়ে গুরুত্বপূর্ণ শিক্ষা।
Just faint murmurings.
অস্পষ্ট, অস্ফুট।
Just imagine, so much courage for such an old man he must be at least seventy!
বয়স সত্তর তো হবেই-বলিহারি সাহস এখনও লোকটার।
Sato spit out a fingernail and turned to the pilot.
সাটো মুখ থেকে নখের টুকরো ফেলে পাইলটের দিকে তাকায়।
Our client was amazed at the sudden question.
অতর্কিত প্রশ্নে অবাক হলেন নাথান গ্যারিডেব।
wherewithal to think and write; the Taj Mahal could not have been built without
মুঘলদের ভারত লুঠ করে জমানো টাকা-কড়ি ছাড়া তাজমহল নির্মাণ সম্ভব হত না।
For the rest, I've been thoroughly spoiled and have received a number of lovely presents, including a big book on my favorite subject, Greek and Roman mythology.
আরও নানাভাবে একদম আমার মাথা খাওয়া হয়েছে এবং অনেক সুন্দর সুন্দর জিনিস পেয়েছি। অন্যান্য জিনিসের মধ্যে পেয়েছি আমার প্রিয় বিষয়-গ্রীস আর রোমের পূরাণ সংক্রান্ত একটা মোটা বই।
Risk-taking is relative.
ঝুঁকি নেওয়া একটি আপেক্ষিক ব্যাপার।
"Moving on, the female symbol, as you might imagine, is the exact opposite."
নারী প্রতীকটার দিকে যাই, এটা একেবারে পুরুষেরটার বিপরীত।
'That is all you want. And you get it.
এটাই তুমি চাও এবং তা তুমি পেয়েও গেলো।
I have no intention of disturbing him with matters of security."
নিরাপত্তার ব্যাপারে তার মনোযোগ আকর্ষণ করার কোন ইচ্ছা নেই আমার।
If you want some excellent suggestions about dealing with people and managing yourself and improving your personality, read Benjamin Franklin's autobiography - one of the most fascinating life stories ever written, one of the classics of American literature.
মোটেই না, হাস্যাস্পদ করে গালনিন্দে করলে কখনই কাজ হয় না। মানুষকে নিয়ে চলার ক্ষেত্রে যদি চমৎকার কিছু উপদেশ চান, আর নিজেকে পরিচালনার ক্ষেত্রে ব্যক্তিত্বের উন্নতি ঘটাতে আগ্রহী হন তাহলে বেঞ্জামিন ফ্রাঙ্কলিনের আত্মজীবনী অবশ্যই পাঠ করবেন-এ আত্মজীবনী হল আজ পর্যন্ত যা লেখা হয়েছে তার মধ্যে সর্বশ্রেষ্ঠ আর আমেরিকার সাহিত্যের এক শ্রেষ্ঠ রত্ন।
But when you show Peter the pyramid, would you please tell him something for me?"
কিন্তু তুমি যখন পিটারকে পিরামিডটা দেখাবে তখন আমার হয়ে তাকে একটা কথা বলবে?
But ... how?"
কীভাবে?
We suspect she's with Robert Langdon.
আমাদের ধারণা এই মুহূর্তে সে ল্যাংডনের সাথে আছে।
Numbers six and seven.
নম্বর ছয় আর সাত।
You need not fear to speak the truth.” Stapleton was with me when I heard it last.
সত্যি বলতে ভয়টা কীসের? গতবার যখন শুনি আওয়াজটা, স্টেপলটন ছিলেন সঙ্গে।
"From now on, my friend, if you have no other name, I shall call you Silas."
এখন থেকে, বন্ধু, যদি তোমার অন্য কোন নাম থেকে থাকে, আমি তোমাকে সাইলাস নামেই ডাকবো।
Today, wealth consists mainly of human capital, technical know-how
কিন্তু আজকের দিনে, সম্পদ বলতে মূলত বোঝায় মানবসম্পদ, প্রযুক্তিগত উৎকর্ষ আর ব্যাংকের মত আর্থ-সামাজিক কাঠামো।
A metasystem.
মেটাসিস্টেম।
Bellamy led the way around a corner, where the two men began ascending a wide staircase that was cordoned off with orange pylons.
বেল্লামি একটা বাঁক ঘুরে, যেখানে তারা দুজন একটা প্রশস্থ সিঁড়ি বেয়ে উপরে উঠতে থাকে যা কমলা রঙের পাইলনের বেষ্টনী দেয়া।
"Winston, this is a print.
উইনস্টন, এটা তো প্রিন্ট করা।
world of Afro-Asia. Most of Asia, most of Europe, and most of Africa (including
সেসময় এশিয়া, ইউরোপ আর আফ্রিকার বেশিরভাগই কিছু নির্দিষ্ট এবং গুরুত্বপূর্ণ সাংস্কৃতিক, রাজনৈতিক আর অর্থনৈতিক সুতোয় বাধা ছিল।
"Where are you?"
আপনারা কোথায়?
Even so, Ambra had seen enough of the palace's inner workings to suspect that none of this could have happened without the prince's knowledge, if not his blessing.
তারপরও কথা থাকে, প্রাসাদের অভ্যন্তরের কর্মকাণ্ড সম্পর্কে অনেক কিছুই জানে অ্যাম্রা, নিজের চোখে দেখেছেও অনেক কিছু।
It had just struck three on the Palace clock when I found myself back once more at Pondicherry Lodge.
প্রাসাদ ঘড়িতে ঢং ঢং করে যখন তিনটে বাজছে, আমি ফিরে এলাম পণ্ডিচেরি লজে।
Preparation means learning from our mistakes.
প্রস্তুতি অর্থ ভুল গুলি থেকে শিক্ষাগ্রহণ।
"Exactly."
ঠিক তাই।
Because much of her work centered on quantifying previously unknown energy fields, her experiments needed to be performed in a location isolated from any extraneous radiation or "white noise."
যেহেতু তার বেশিরভাগ কাজ এতদিন অজানা শক্তি ক্ষেত্রের পরিমানগত মাত্রার উপরে কেন্দ্রীভূত, তার গবেষণাগুলো তাই একটা বিচ্ছিন্ন স্থানে বাইরের বিকিরন বা শ্বেতশব্দর ছোঁয়া বাচিয়ে করতে হবে।
He believed that a human soul could not be enlightened unless it had both male and female elements."
তিনি বিশ্বাস করতেন, মানুষের মধ্যে যততক্ষণ না, নারীপুরুষ উভয়ের উপাদান থাকবে, ততক্ষণ পর্যন্ত তার আত্মা আলোকিত হবে না।
But shortly afterwards the butterfly died.
ফলে প্রজাপতিকে বাইরে আসার জন্য আর বেশি চেষ্টা করতে হল না কিন্তু অল্প পরেই প্রজাপতিটি মারা গেল।
His chair is worth seven hundred a year.
ওঁর নিজের চেয়ারের দাম বছরে সাতাশ পাউন্ড।
into a huge room lined, oor to ceiling, with thousands of clay tablets.
এই কক্ষের একদম মেঝে থেকে উঁচু ছাদ পর্যন্ত মাটির ফলকে ঠাসাঠাসি।
I rose, opened my door, and peeped out.
উঠে পড়লাম, দরজা খুললাম এবং উঁকি মারলাম।
There was a red poison label.
শিশির গায়ে বিষের লাল লেবেল।
The dead soldiers were replaced by others, and life went on.
মৃতদের জায়গা দখল করে নিয়েছে জীবিতরা।
Through the slits in the balustrade, Vittoria could have sworn she saw the Vatican.
বাঁধা অবস্থায়ই দেখতে পেল সে ভ্যাটিকান সিটিকে।
Chapter IX Boxer's split hoof was a long time in healing.
বক্সারের পা ভাল হতে অনেক দিন লাগল।
Still, from a macro perspective, state-run courts and police forces have probably increased the level of security worldwide.
তারপরও, একটা স্থূল দৃষ্টিকোণ থেকে দেখলে বলতে হয় রাষ্ট্র পরিচালিত আদালত এবং পুলিশবাহিনী সারা পৃথিবীর নিরাপত্তা আসলে বাড়িয়ে দিয়েছে।
First, Mother has virtually forbidden me to go up to Peter's, since, according to her, Mrs. van Daan is jealous.
প্রথমত,-মণি আমাকে অত ঘন ঘন ওপর তলায় যেতে একরকম বারণই করে দিয়েছেন, কারণ তার মতে মিসেস ফান ডানের তাতে চোখ টাটায়।
Although Remy did not particularly like the Teacher, he felt pride at having gained the man's trust and helped him so substantially.
যদিও রেমি টিচারকে পছন্দ করে না, তারপরেও, লোকটার আস্থাভাঁজন হয়ে, তার জন্যে কাজ করতে পেরে সে গর্বিত।
Consequently, the demand for gold in India would skyrocket, as would its value.
এর ফলে ভারতে সৃষ্টি হলো সোনার আকাশছোঁয়া চাহিদা, তাই সেটার দামও গেলো বেড়ে।
In 1484 Christopher Columbus approached the king of Portugal with the proposal that he nance a eet that would sail westward to nd a new trade
১৪৮৪ সালে ক্রিস্টোফার কলম্বাস ইউরোপ থেকে পশ্চিম দিক দিয়ে পূর্ব এশিয়ায় যাওয়ার নতুন পথ খুঁজতে যাবেন বলে আর্থিক সাহায্য চাইলেন পর্তুগালের রাজার কাছে।
There is no twilight zone in integrity. The road to success has many pitfalls.
সততার ব্যাপারে কোন অস্পষ্টতা না থাকাই ভালো সাফল্যের পথে অনেক বাধা-বিপত্তি আছে।
"Gregor", somebody called - it was his mother - "it's quarter to seven.
গ্রেগর - তার মায়ের গলা শোনা গেল - পৌনে সাতটা বাজে।
It seems as if I've grown up since the night I had that dream, as if I've become more independent.
সেদিন রাত্রে স্বপ্নটা দেখার পর থেকে আমার বয়স যেন অনেক বেড়ে গেছে।
On the island of Java, in Indonesia, lived Homo soloensis, 'Man from the Solo
ইন্দোনেশিয়ার জাভা দ্বীপে মানুষের আরেকটি প্রজাতি বিকাশ লাভ করে যাদেরকে বলা হয় হোমো সলোয়েনসিস (Homo soloensis) বা সলো উপত্যকার মানুষ।
It lay at a dead stop in the middle of Place du Carrousel.
এটা এখন প্লেস দু কারুজেল-এর মাঝখানে থেমে আছে।
He bowed his head.
নিচু হয়ে আছে তার মাথা।
who have two million want 10 million.
যার এক লাখ টাকা আছে সে চায় দুলাখ টাকা।
reinforcements were in Cuba, more than 1,500 kilometres away.
সবচেয়ে কাছের স্প্যানিশ উপনিবেশও কিউবাতে, দেড় হাজার কিলোমিটারেরও বেশি দূরে।
"Then, at the Egyptian pyramids," - he said the last three words slowly, so that the old woman would understand - "the child said to me, If you come here, you will find a hidden treasure.'
তারপর, মিশরিয় পিরামিডে,- ধীরলয়ে বলে চলে সে, যেন প্রতিষ্টা বর্ণ ঠিক ঠিক ধরতে পারে মহিলা- নিয়ে গিয়ে মেয়েটা বলে, এখানে এলে পাবে এক লুকানো জিনিস।
* Even after Akkadian became the spoken language, Sumerian remained the language of administration and thus
সে কারণে নকলনবিশের মত দাপ্তরিক পদের জন্য নির্বাচিত একজন ছাত্রের জন্যও সুমেরীয় ভাষায় কথা বলাই ছিল দস্তুর।
The first of these was the statal form as such and the manner in which it had been developed for Germany in modern times.
যারা নিয়মিত পুনঃঅভ্যুদয়ের ক্ষেত্রে শক্তি জোগাত। প্রথমদিকে তো জার্মানির আধুনিকীকরণের ব্যাপারে রাষ্ট্রের সঙ্গে মিলেমিশে কাজ করেছে।
"Then how do you know about his rooms?"
তাহলে ঘরের মধ্যে কোথায় কী আছে জানলেন কী করে?
"Long story," he said, pulling his sleeve back down.
এটার লম্বা একটা গল্প আছে, হাতটা নামিয়ে সে বললো।
For three years these Germans had been battering away at the Russian front without any apparent success at first.
তিন বছর ধরে জার্মানরা রাশিয়ার সীমান্তে ঝোপঝাড় ঠেঙিয়ে চলেছে, কিন্তু লাভ বলতে কিছুই হয়নি।
Warren Bellamy, it seemed, was sending a distress call to a fellow Mason.
দেখা যাচ্ছে ওয়ারেন বেল্লামি আরেকজন ম্যাসনের কাছে সাহায্য চেয়ে আবেদন পাঠিয়েছে।
Meet Singh was pushed up to the front.
মিত সিং ভিড়ের মধ্যে ছিলেন।
"What the devil - " The sky overhead roared.
তাকাল ল্যাঙডন সাথে সাথে, কোন দোজখের... মাথার উপরে আকাশ চিল্কার করে উঠল।
This could usually be done by simple barter: 'We'll give you pretty seashells, and you'll give us high-quality flint.'
তাদের লেনদেনগুলোও হতো খুব সহজে - অল্প কয়েকটা কড়ির বিনিময়ে হয়তো পাওয়া যেত একটা চকমকি পাথর।
Sato reeled amid the chaos, raising the gun, but the intruder grabbed a femur and lashed out with it, striking her shoulder with the leg bone.
বিশৃঙ্খলার ভিতরে সাটো পিস্তল উচিয়ে টলমল করতে থাকে, কিন্তু আগন্তুক একটা হাড় তুলে নিয়ে সেটাকে লাঠিরমত ব্যবহার করে, পায়ের হাড়ের ফিমার দিয়ে তার কাঁধে আধমনী এক ঘা বসিয়ে দেয়।
"So there are devil symbols in D.C.!"
বললেন, তাহলে ওয়াশিংটন ডিসিতেও অনেক অশুভ প্রতীক আছে।
Tonight is all about pushing people outside their comfort zones," he said with a smirk.
আজকের রাতের আয়োজনটাই হলো লোকজনকে তাদের স্বস্তিদায়ক ক্ষেত্র থেকে বাইরে নিয়ে আসা, কথাটা সে হেসেই বলল।
burial place of St. Peter and countless other early Christians.
সেন্ট পিটার সহ প্রাচীণকালের অনেক অকে খ্রিস্টানের কবর।
"Dial into the BBC database, will you?"
বিবিসি ডাটাবেসে ডায়াল কর, করবে কি তুমি?
They reproached us bitterly not only for what they called our crude worship of the cudgel but also because, according to them, we had no intellectual forces on our side.
আমরা আমাদের শত্রুদের সতর্ক করে প্রকাশ্য ঘোষণা করি আমাদের ওপরে যারা জোর করতে আসবে, আমরাও তাদের ওপর জোর করব।
The answer is none of them.
উত্তর হচ্ছে কারুর প্রতি নয়।
'Yes, the Englishmen have gone but the rich Indians have taken their place.
ইংরেজরা চলে গেছে। কিন্তু তাদের স্থান দখল করেছে ধনী ভারতীয়রা।
On either side of the entrance, like two stone statues, stood a pair of guards.
পাথুরে ভবনটার সামনে পাথুরে মুখ করে পাথুরে মূর্তির মত দাঁড়িয়ে আছে দুজন গার্ড।
"My father wanted it below the bedrock as a precaution.
বাবা জিনিসটাকে নিরাপত্তার খাতিরে নিচে রেখেছেন।
Thump, I slammed the book shut.
অমনি ফটাস্ করে খাতাটা আমি বন্ধ করে দিলাম।
Grasping the buckle, he cinched it one notch tighter, wincing as the barbs dug deeper into his flesh.
বেল্টটা আরো আঁটোসাঁটো করে বেঁধে নিলো সে, যাতে মাংসপেশীতে সেটা আরো বেশি বেঁধে যায়।
Ambra held up Edmond's phone.
এডমন্ডের ফোনটা তুলে ধরলো অ্যাম্ব্রা।
The boy fell to the sand, nearly unconscious.
বালির উপর পড়ে যায় ছেলেটা।
There were forty carbuncles, two hundred and ten sapphires, sixty-one agates, and a great quantity of beryls, onyxes, cats'-eyes, turquoises, and other stones, the very names of which I did not know at the time, though I have become more familiar with them since.
এ ছাড়াও ছিল চল্লিশটা পদ্মরাগমণি৭, দশ দশটা নীলকান্ত মণি, একষট্টিটা অলীক পাথর, বেশ কিছু ফিরোজা মণি, অনিকস পাথর, বৈদূর্য মণি টার্কয়িজ নীলকান্ত এবং আরও অনেক দামি দামি পাথর৮-যার নাম তখন না-জানলেও পরে জেনেছিলাম। এইসঙ্গে ছিল অতি উৎকৃষ্ট শ-তিনেক মুক্তো বারোটা মুক্তো গাঁথা ছিল সোনার ছোট্ট মুকুটে।
Still, the thought enthralled him.
তখনও সেই ভাবনাটিই তাকে আচ্ছন্ন করে রেখেছে।
"Dark nights are unpleasant," said the voice.
অন্ধকার রাত অস্বস্তিকর, বললে কণ্ঠস্বর।
well, frankly, it's quite troubling."
আসলেই খুব সমস্যার। বড় সমস্যার।
He just looked down at his feet.
তিনি মাথা নিচু করে পায়ের দিকে তাকিয়ে রইলেন।
We are living in a technical age.
আমরা এখন যন্ত্রের যুগে বাস করছি।
README.md exists but content is empty.
Downloads last month
34